জন্মসনদের সঙ্গে গাছের চারা উপহার দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা প্রতিটি জন্মসনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেব। প্রতিটি শিশুর নামে যদি একটি করে যদি গাছ লাগানো হয়, তাহলে আমাদের ঢাকা শহরে অক্সিজেনের আর অভাব হবে না।
শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে বিডি ক্লিনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, আমরা নিজের ঘরটা পরিষ্কার রাখি, আর ময়লাটা বাইরে ফেলে দিই। সকালে দোকান খোলার পরই সব ময়লা ফেলে দেওয়া হয় করপোরেশনের নালায়। কিন্তু কেন আমরা এগুলো করছি? আপনারা ময়লা ফেলে দেবেন বাইরে, আর বিডি ক্লিন রাস্তা পরিষ্কার করবে, এটা হতে পারে না।
তিনি বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা, আর নাগরিকদের অংশগ্রহণ। প্রতিটি বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। শহর পরিচ্ছন্ন রাখলে আমরা সবাই ভালো থাকতে পারব।
বিডি ক্লিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাদেক খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন আহমেদ, নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ ।
এএসএস/আরএইচ