শাল্লায় হামলার প্রতিবাদে শাহবাগে উদীচীর সমাবেশ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে সংগঠনটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল মজুমদার বলেন, ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত একটি গণতান্ত্রিক দেশে একজন নাগরিক আরেকজন নাগরিকের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য এভাবে তার বাড়িতে, গ্রামে আক্রমণ হবে? আমার দেশ যেহেতু নাগরিকের অধিকার সংরক্ষণ করে না, সে কারণে দুষ্টচক্র এ ধরনের কাজ করে যাচ্ছে এবং একের পর এক পার হয়ে যাচ্ছে।
সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নুর, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীত ইমাম, কেন্দ্রীয় সংসদের সদস্য ইকরাম হোসেন প্রমুখ।
এইচআর/আরএইচ