নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে মিলল শিশুর মরদেহ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৩, ০৫:২৩ এএম


নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় নির্মাণাধীন ভবনে লিফটের জন্য খোঁড়া গর্ত থেকে বর্ষা নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে থানার কুসুমবাগ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হয় শিশু বর্ষা। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে বাসার পাশে নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে শিশুর মরদেহ পাওয়া যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঢাকা পোস্টকে বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে শিশুটি গর্তে গেল সেটি তদন্ত করা হচ্ছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/ওএফ

Link copied