ই-ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়ে ডিএনসিসির কমিটি
জালিয়াতির মাধ্যমে কর্তৃপক্ষের অগোচরে কিভাবে সিস্টেম হতে ই-ট্রেড লাইসেন্স অনুমোদন ও ইস্যু করা হয়েছে তা অনুসন্ধান করতে কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (৩১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মাদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ক একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।
মোহাম্মাদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ডিএনসিসি এলাকায় জালিয়াতির মাধ্যমে কর্তৃপক্ষের অগোচরে কিভাবে সিস্টেম হতে ই-ট্রেড লাইসেন্স অনুমোদন ও ইস্যু করা হয়েছে, তা অনুসন্ধান করে মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে এ কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটির বাকি দুই সদস্যরা হলেন, ডিএনসিসির আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট এবং ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এএসএস/এফকে