ভাষা সংগ্রামী আহমদ রফিক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

ভাষা সংগ্রামী আহমদ রফিক পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোমর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ৯২ বছর বয়সী এ ভাষাসৈনিক।
শনিবার (২০ মার্চ) সকালে প্রাবন্ধিক আহমদ রফিকের গাড়িচালক কালাম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফুজ্জামান সাকন ও রাসেল নামের দুই জন স্যারকে (আহমদ রফিক) হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। এরপর চারটার দিকে আমি হাসপাতালে আসি।
তার শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি কী? এমন প্রশ্নের জবাবে কালাম জানান, ধারণা করা হচ্ছে কোমরের জয়েন্টের পাশে ফেটে (ভেঙে) গেছে। অপারেশন করতে হবে। আজ সিদ্ধান্ত হবে কখন অপারেশন করবে। এখনও চিকিৎসকরা চূড়ান্ত কিছু জানাননি। হাঁটতে গিয়ে অথবা বিছানা থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে।
কালাম জানান, ভাষাসৈনিক আহমদ রফিকের স্ত্রী ২০০৬ সালে মারা গেছেন। ছেলে-মেয়ে কেউ নেই। বাসায় তিনি একাই থাকেন। কাজের মানুষজন তার দেখাশোনা করেন। এছাড়া আত্মীয়স্বজনও এসে দেখভাল করে যান।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সূচনা ঢাকায় হলেও তা ছড়িয়ে যায় জেলা, উপজেলা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গড়ে ওঠে আন্দোলন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, চাটমোহর থেকে মেহেরপুর সবজায়গায় ভাষার আন্দোলনে জেগে ওঠে জনতা। যাদের নেতৃত্বে ভাষার আন্দোলনের সূচনা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ভাষাসৈনিক আহমদ রফিক।
একে/এসএসএইচ