সুইপার কলোনিতে আগুন : দগ্ধ শান্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজধানীর ওয়ারীর সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শান্তি (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
আরও পড়ুন >> সুইপার কলোনির আগুনে হানিফ ফ্লাইওভারের পিলার ক্ষতিগ্রস্ত
তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ২৭ মার্চ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শান্তি আমাদের এখানে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে আজ সকালে মারা যান তিনি। তার শরীরের ৪০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। এর আগে এই ঘটনায় রাজু নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সাত জন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্য থেকে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
এসএএ/জেডএস