ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান কমোডর এম আতাউর রহমান মারা গেছেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক চেয়ারম্যান এবং ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান কমোডর অব. এম আতাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর। নয়া দিগন্তের উপ-সম্পাদক (বার্তা) মাসুমুর রহমান খলিলী এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শনিবার দুপুরে ইবনে সিনা প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এম এ রহমান পাকিস্তান নৌবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে ফিরে এসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কমোডর হিসেবে তিনি নৌ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকের দ্বিতীয় বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করেন।
দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। এছাড়া বহু সমাজ সেবা প্রতিষ্ঠান ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরিচিত পরিমণ্ডলে তিনি কিংবদন্তিতুল্য একজন পরোপকারী ও সমাজ হিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এসআই/ওএফ