যুব উন্নয়ন বিষয়ক সমঝোতায় শ্রীলঙ্কা-বাংলাদেশ

যুব উন্নয়ন বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। শনিবার (২০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বৈঠকের পর দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলঙ্কার পক্ষে দেশটির প্রতিমন্ত্রী ইন্দিকা আনরুদ্ধ নতুন এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ দিন পুরনো পাঁচটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়। এগুলো হলো- সাংস্কৃতিক বিনিময়, কৃষি উন্নয়ন নীতি, কারিগরি দক্ষতা উন্নয়ন, নার্স ও স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ ও শ্রীলঙ্কার লোকমার কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে থাকা প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক নবায়ন করা হয়।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কিছুক্ষণের জন্য তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
তার আগে সকাল ১০টায় রাজাপাকসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতির পিতার ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
এরপর ধানমন্ডি থেকে রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার (১৯ মার্চ) সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে।
এইউএ/এসএম/এমএমজে