১৩শ লিটার নকল মবিলসহ চারজন আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি নকল মবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় সরঞ্জামসহ ১৩শ লিটার নকল মবিল ও বিক্রির ৭ লাখ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) যাত্রাবাড়ীর আড়াবাড়ী এলাকায় মামুন মিয়ার বাড়িতে নকল মবিল তৈরির কারখানার সন্ধান পায় সিআইডি। কারখানাটিতে পুরাতন টায়ার ও প্লাস্টিকের দানার সঙ্গে ব্যবহৃত মবিল পুড়িয়ে নকল মবিল তৈরি করা হতো। পরে বোতলে প্রতিষ্ঠিত কোম্পানির লেভেল লাগিয়ে সেগুলো বিক্রি করতো আটকরা। বিভিন্ন শহরের গ্যারেজ ও মহাসড়কের পাশে মবিল বিক্রির দোকানে সেগুলো কম দামে বিক্রি হতো। এসব নকল মবিল বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করতো চক্রটি।
সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই নকল মবিল কারখানায় কর্মচারী হিসাবে কাজ করে আসছিল।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, মামুন মিয়ার একতলা ভবনের দুইটি কক্ষে নকল মবিল তৈরির কারখানাটি ছিল। এটি বেশ বড়। এখানে রাবার, পুরাতন টায়ার ও প্লাস্টিকের দানার সঙ্গে ব্যবহার পোড়া মবিল জ্বাল দিয়ে নকল মবিল তৈরি হতো।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানার মালিক মামুন মিয়াসহ চক্রের কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসি/এসআরএস