রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগ থেকে সাইদুল আলী মীর (১৮) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টায় রামপুরা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই পারভেজ ঢাকা পোস্টকে বলেন, সাইদুল খিলগাঁও সরকারি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি একটি হোটেলে চাকরি করত। গতকাল সে আত্মহত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে আমার ছোট ভাই গলায় ফাঁস দিল, কিছুই জানতে পারলাম না। আমাদের কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হয়নি।
সাইদুল মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় ১৭৫/বি বাসায় ভাড়া থাকত। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার খানজাহান আলী থানায়। তার বাবার নাম আলকাস আলী মীর।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম বলেন, আমরা রাতে খবর পাই। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে একটি ফাস্টফুডের দোকানে কাজ করত।
সাইদুল ড্যান্ডির নেশায় আসক্ত ছিল। সে হতাশাগ্রস্ত ছিল। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আরএইচ