বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
কাপড়ের রঙের স্থায়ীত্বের ওপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনার করার অপরাধে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআই।
মঙ্গলবার রাজধানীর মালিবাগ এবং মৌচাক এলাকার দুই দোকানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
মালিবাগের ফরচুন শপিং কমপ্লেক্সের স্বদেশ পল্লী নামক দোকানকে ২৫ হাজার টাকা এবং মৌচাকের শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে ডিএফ পয়েন্ট নামক দোকান ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট বাজারে মাছ-মাংসের দোকান, চালের আড়ৎ, কাঁচাবাজার, মাছের বাজারসহ ইফতার সামগ্রীর দোকানে মনিটরিং করা হয়। দোকানগুলতে ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের প্রসিকিউটর রাশেদ আল মামুন, পরীক্ষক (মেট্রোলজি) মামুনুর রশীদ, ফিল্ড অফিসার খালেদ হোসেন, শহীদুল আলম প্রমুখ।
এএসএস/এনএফ