জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেই

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৩, ১২:৪৬ এএম


জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেই

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মো. আব্দুল হান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চাচা।

বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, আব্দুল হান্নান ঢাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।

আব্দুল হান্নান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর (প্রেস) ছাড়াও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন। 

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী ও স‌চিবের শোক

আব্দুল হান্নানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শোক প্রকাশ ক‌রে‌ছেন।

পৃথক শোক বার্তায় তারা আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এনআই/ওএফ

Link copied