বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ছেলের আত্মহত্যা

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৩, ০৯:০৫ পিএম


বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ছেলের আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরের আইজিগেট এলাকায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে মো. নেকবর আলী (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নেকবর আলীর বাবা মো. শওকত আলী জানান, আমার তিন ছেলে। নেকবর ছিল মেঝ। আমি পেশায় একজন সিএনজি ড্রাইভার। তাই অনেক সময় ছেলেদের আবদার আমি পূরণ করতে পারি না। আমার এই ছেলে গতকাল থেকে আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি বলেছিলাম এই মুহূর্তে টাকা নেই পরে দেব। তাই সে অভিমান করে সন্ধ্যার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

তিনি আরো বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে ৩২ নম্বর আইজিগেটের বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমএ

Link copied