মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের সাক্ষাৎ

দেশের ২২তম ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নজরুল শিকদার, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সালেহসহ আরও অনেকে।
জনপ্রতিনিধিরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতিও সবার সাফল্য কামনা করেন।
এমআর/কেএ