মিরপুরে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর মিরপুরের ৬০ ফুট রোডের বারেক মোল্লার মোড় এলাকায় এসি মেরামত করার সময় বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার তাদের উদ্ধার করে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- কামরুজ্জামান জাহিদ (৩৫) ও সিহাব (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, মিরপুর মডেল থানার ৬০ ফিট বারেক মোল্লার মোড় এলাকার হতে এসির কাজ করার সময় বিস্ফোরণের দগ্ধ দুজনকে ঢামেকের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে।
এসএএ/ওএফ