নবাবপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আগুনে জ্বলছে গোডাউন / ছবি : ঢাকা পোস্ট
রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।
তিনি বলেন, পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।
এর আগে, গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও কাজ করে সেনাবাহিনী। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিলেন।
জেইউ/এসএম/ওএফ