১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের রেকর্ড

পূর্ববর্তী সব রেকর্ড ছাপিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) রাত ৯টা পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড তৈরি হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এ তথ্য জানায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো আজ রাত ৯ টায়। এসময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর মধ্য দিয়ে টানা তিনদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো।
এর আগে গতকাল বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।
ওএফএ/এমজে