আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৩, ০৭:৪৬ এএম


আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ৩ তলার একাংশে লাগা আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মোট ২৬টি ইউনিট দিয়ে কাজ করছে।

সরেজমিন দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। তবে প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তোলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

dhakapost

এদিকে ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। তারা জানান, মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরণের পোশাক বিক্রি করা হতো। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন তারা। তাই বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে তারা জীবনের ঝুঁকি নিয়েই মালামাল সরিয়ে নিচ্ছেন।

এদিকে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে লাগা আগুন সর্বশেষ সকাল ৭টা ৪৫ মিনিটেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

জেইউ/এআর/এফকে

টাইমলাইন

Link copied