পাথওয়ে আয়োজিত কোরআন উৎসবের চূড়ান্ত পর্ব সম্পন্ন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৩, ০৯:০২ পিএম


পাথওয়ে আয়োজিত কোরআন উৎসবের চূড়ান্ত পর্ব সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে আয়োজিত কোরআন উৎসব ২০২৩ এর চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) মিরপুরের পাথওয়ে হলরুমে এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলের হাফেজি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কয়েক ধাপের বাছাই ও প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া বাবুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী মো. মায়াজ।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

তিনি বলেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সাধারণ পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম বলেন, সমাজের সামর্থ্যবান মানুষদের কোরআনের খেদমতে এগিয়ে আসা উচিত।

আয়োজক সংগঠন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, আমরা সবসময়ই জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত থাকি। আমাদের প্রতিষ্ঠানের এ আয়োজন প্রতি বছর ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং একই সঙ্গে তৃণমূলের মাদ্রাসাগুলো থেকে মেধাবী শিক্ষার্থী অন্বেষণের মাধ্যম হবে এটি।

আয়োজনে সেরা ছয় জন শিক্ষার্থীকে আর্থিক পুরস্কারের পাশাপাশি সনদ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী যথাক্রমে মাহমুদুল ইসলাম (রোহান) ও রাকিবুল হাসান।

পাথওয়ের চেয়ারম্যান রইজুন রহমানের সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডি বিভাগের সিনিয়র অধ্যাপক মোস্তফা কবির সিদ্দিকী প্রমুখ।

জেইউ/এসএসএইচ/

Link copied