৫৩ ইউপিতে ভোট : সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য ইসির ট্রাইব্যুনাল গঠন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৩, ০৭:২৮ পিএম


৫৩ ইউপিতে ভোট : সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য ইসির ট্রাইব্যুনাল গঠন

গত ১৬ ও ২০ মার্চ অনুষ্ঠিত ৫৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সংক্ষুব্ধ কোনো প্রার্থী চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান জানিয়েছেন, গেজেট প্রকাশের পর তা সংশ্লিষ্টে দপ্তরে পাঠানো হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, ৫৩ ইউপি ভোটের জন্য সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১৮০ দিনের মধ্যে। সেখানে সুবিচার না পেয়ে থাকলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যাওয়া যাবে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে। আপিল ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবে পরবর্তী ১২০ দিনের মধ্যে।

এসআর/এসকেডি

Link copied