রাজধানীর ৭ হাজার ছিন্নমূল পরিবার পেল ঈদ উপহার

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ এলেও ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের এই বাজারে ছিন্নমূল মানুষের ঘরে নেই কোনো আয়োজন। রাজধানীর এমন ছিন্নমূল মানুষের ঘরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর।
বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ভাসমান প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ৮০০ টাকা মূল্যের ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিল- চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিসমিস, বাদাম, গুড়া দুধ ইত্যাদি।
ধানমন্ডি এলাকার ভিক্ষুক জব্বার মিয়া বলেন, ‘অহন পর্যন্ত কোন কিছুই পাই নাইক্যা, এইবার পয়লা কিছু পাইলাম। আল্লাহ স্যারগো বালা করুক।’

রিকশাচালক আব্দুস সালাম বলেন, ‘রিশকা চালাইয়্যা যা পাই তাতে এবার ঈদে বাজার সদায় অহনো করা হই নাই। হুনলাম যে ত্রাণ দিতাছে। পড়ে লাইনে দাঁড়িয়ে নিছি এক ব্যাগ। ধন্যবাদ দেই তাগো।’
গৃহকর্মীর কাজ করেন ফরিদা বেগম। দুই মেয়ে আর এক ছেলে নিয়ে পাঁচ সদস্যের পরিবার তার। তিনি বলেন, ‘দূর থ্যাইক্যা দেখলাম মামারা খাওন দিতাছে, প্রতিবছর কেউ না কেউ দেয়। কিন্তু এইবার কারোডা পাই নাই। আইজক্যা প্রথম পাইলাম, ম্যালা
বাঁচলাম বাবা।’
ঈদ উপহার সামগ্রী দুস্থ মানুষের হাতে তুলে দিতে পেরে খুশি এই কাজের প্রধান সমন্বয়ক পরশ খান সাকিব। তিনি বলেন, ‘আমরা প্রতিটি স্পটে শৃঙ্খলাবদ্ধভাবে সবার হাতেই ঈদ উপহার পৌঁছে দিতে পেরেছি। যেহেতু বাজারে জিনিসপত্রের দাম একটু বেশি তাই ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাসটাও তাদের বেশি ছিল। ৭ হাজার মানুষকে ঈদ উপহার দিতে পেরে আমাদেরও আনন্দ লাগছে। ওদের মুখের হাসিই আমাদের ঈদ উপহার।’
ছিন্নমূল দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক আবেদ মনসুর বলেন, ‘ধনীদের কাছে গরীবদের একটা হক থাকে, সেটা আদায় করতে হয়। রাজধানীতে অনেক ছিন্নমূল পরিবার ঈদের বাজার এখনো করতে পারেনি। তাদের হাতে ঈদ উপহার তুলে দিতে পারা খুব আনন্দের ব্যাপার। আমি সব সময় চেয়েছি তাদের পাশে থাকার জন্য, তাই আমরা রমজান জুড়ে সেহেরি ও ইফতারও দিয়েছি। আশা করি সামনের দিনগুলোতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ।’
এমএইচএন/ওএফ