৯৯৯ এ কল করে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ৮ বছরের শিশুর!

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৩, ০৮:১২ পিএম


৯৯৯ এ কল করে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ৮ বছরের শিশুর!

মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম নামে এক শিশু। শুক্রবার(২১ এপ্রিল) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে এ অভিযোগ করে ওই শিশু।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তামিমের মা তানজিমা মেস্তফা আরজুকে আটক করা হয়েছে। অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ওই শিশুর বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

তামিম আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোন বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। 

৯৯৯ থেকে তামিমের সঙ্গে আমাকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে। এ ব্যাপারে শিশুটির উপস্থিতিতে মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেইউ/এসকেডি

Link copied