কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে প্রবেশ করছেন মুসল্লিরা

আজ মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।
শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের নামাজ পড়তে মুসল্লিরা জাতীয় মসজিদে ঢুকছেন। সকাল সাড়ে ৬টায় মসজিদের ভেতরে মুসল্লি কানায় কানায় ভরে যায়।

ঈদের জামাতে প্রবেশ মুখে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তল্লাশি করার পরই মসজিদে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এ নিয়ে কারও মনে কোনো ক্ষোভ দেখা যায়নি। উল্টো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলায় দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরাও সন্তোষ প্রকাশ করেছেন।

ছোট ছেলেকে নিয়ে ঈদের প্রধান জামাত পড়তে এসছেন রাজধানীর বাসাবোর বাসিন্দা আকরাম হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আগে বাবার সঙ্গে ঈদের জামাত পড়তে জাতীয় মসজিদে আসতাম। এবার আমার ছেলেকে নিয়ে এসেছি। এখানে বড় জামাতের ঈদের নামাজ পড়ার অনুভূতিই অন্যরকম। খুব আনন্দ লাগছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে। কোন জামাত কখন ও কারা ইমাম থাকবেন তা হলো─
প্রথম জামাত : সকাল ৭টায়
প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন মো. ইসহাক, মুয়াজ্জিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাত : সকাল ৮টায়
ইমাম : হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, পেশ ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত : সকাল ৯টায়
ইমাম থাকবেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: হাফেজ মো. আতাউর রহমান, সাবেক মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত : সকাল ১০টায়
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, পেশ ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০ টা ৪৫ মিনিটে
সর্বশেষ এ জামাতে ইমাম হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির থাকবেন হাফেজ মো. জাহিনুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
এসআই/এমএ