ঈদের দ্বিতীয় দিনেও প্রাণবন্ত হাতিরঝিল

দ্বিতীয় দিনেও ঈদ আনন্দে মেতে উঠেছে রাজধানীর হাতিরঝিল। ছোট-বড় নানা শ্রেণি-পেশার মানুষে যেন ব্যস্ত হয়ে উঠেছে পুরো এলাকা। যানজটমুক্ত শহরে পরিবার ও প্রিয়জন নিয়ে এখানে ভিড় করছেন অনেকেই।
রোববার (২৩ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদের দ্বিতীয় দিনে আমোদপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ভ্রমণপ্রিয় এসব মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সার্বক্ষণিক রয়েছে পুলিশের টহল গাড়িও।
সরেজমিনে দেখা যায়, হাতিরঝিল লেকের পাশের বেঞ্চ এবং লেকের রাস্তায় স্ত্রী, সন্তান, মা-বাবাসহ নিকট আত্মীয়দের নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। কেউবা আবার মেতে উঠেছেন বিভিন্ন ধরনের ওয়াটার রাইডগুলোতে। প্রিয়জনের সাথে মধুর মুহুর্তগুলো ফ্রেমবন্দি করেছেন অনেকেই।

এছাড়া উঠতি বয়সী তরুণদের অনেকেই দলবেঁধে বাইক রাইড করছেন লেকের চারপাশে। কেউবা আবার ব্যস্ত সময় পার করছেন সেলফি তুলতে। রাস্তার পাশে ফুল ফেরি করা ছোট বাচ্চাদের থেকে ফুল কিনে প্রিয়জনের খোপায় অনেকেই গুঁজে দিচ্ছেন গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। এছাড়া বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, বাদাম, পাপড় এবং চটপটি ও ফুচকার দোকানগুলোতে প্রচুর ভিড় দেখা গেছে।
মতিঝিল থেকে স্বামী-সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন মরিয়ম মুন্নী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকের আবহাওয়া দারুণ। রোদ নেই, বৃষ্টি নেই, গরমও নেই। এছাড়া যানজটও নেই। এমন পরিস্থিতিতে ঘুরতে দারুণ ভালো লাগে। আমি ও আমার হাসব্যান্ড এবং বাচ্চারা ঘুরতে এসেছি। সাধারণ দিনগুলোতে ছুটি না থাকা এবং জ্যামের ভয়ে বের হতে পারি না। আজ সবাই মিলে বের হয়েছি। দারুণ সময় কাটছে।

কুড়িল থেকে ঘুরতে আসা সাঈদ মামুন বলেন, আমার মেয়ে জারা সবসময় ঘুরতে চায়। অফিসে বের হলেই আমার সাথে বাইরে যেতে কান্না করে। সময়, সুযোগ এবং পরিস্থিতি না থাকায় ওর আবদার রক্ষা করতে পারি না। আজ বের হয়ে ভালোই লাগছে। বাইকে সারা ঢাকা শহর ঘুরবো। ফাঁকা শহরে ঘুরতে পারার আনন্দই অন্যরকম।
বান্ধবীদের সঙ্গে বনশ্রী থেকে ঘুরতে এসেছেন আফরা ফেরদৌস। তিনি বলেন, সবসময় বাসা থেকে বের হতে পারি না। আজ বান্ধবীরা মিলে বের হয়েছি। সন্ধ্যার আগেই আবার বাসায় ফিরতে হবে; কিন্তু সন্ধ্যার পরেই হাতিরঝিল আরও দারুণ দেখায়। তবে ফাঁকা রাস্তা এবং এমন সুন্দর পরিবেশ মন ভালো করে দিয়েছে।
এমএম/এমজে