ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৩, ০২:৫১ পিএম


ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরিপ করে যে সিদ্ধান্ত ও সুপারিশ দিয়েছে তা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ঈদ ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। হতাশ হওয়ার কিছু নেই। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদেরও সক্ষমতা বাড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গববাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ও ৭২২ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভানোর কাজ করেছে।

এমএম/জেডএস

Link copied