একাত্তরের গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে আইএএসজির রেজ্যুলেশন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ এএম


একাত্তরের গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে আইএএসজির রেজ্যুলেশন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে এক‌টি রেজ্যুলেশনের মাধ্যমে প্রস্তাব গ্রহণ ক‌রে‌ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএএসজি)।

সোমবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএএসজি) ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসাবে সংঘটিত অপরাধ ঘোষণা করে রেজ্যুলেশন’ শীর্ষক শিরোনামে একটি প্রস্তাব গৃহীত করেছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএএসজি রেজল্যুশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গৃহীত রেজ্যুলেশনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একাত্তরের যুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সরকার আগামী দিনে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার আরও বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনআই/জেডএস

Link copied