রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৩, ০২:১৫ পিএম


রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

ফাইল ছবি

দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা। 

সোমবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দেওয়া এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান ইতালির প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় সার্জিও ম্যাটারেলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঢাকা ও রোমের বন্ধুত্ব দৃঢ় বন্ধনে যুক্ত। ইতালিতে বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদান সময়ের সঙ্গে সঙ্গে এ বন্ধনগুলোকে একত্রিত করেছে।

ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার সময়কালে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে। নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেন সার্জিও ম্যাটারেলা।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এনআই/জেডএস

Link copied