সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফুল ইসলাম মানিক (৩৫), ডালিম ওরফে আব্দুল রহিম (৩৫) ও মো. মিজান (৩০)। তাদের তিনজনের বাড়ি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এলাকায়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ এপ্রিল সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন এলাকায় কামরুল ইসলাম নামে একজনকে গুলি করে প্রতিপক্ষের লোক। এসময় রাফি নামে ৫ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিয়ে বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
এমআর/এমজে