রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৩, ০৮:২৯ পিএম


রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনে লিকেজের কারণে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার এ তথ্য জানান তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উদ্দিন।

মেজবাউহ উদ্দিন বলেন, বিকেলে রূপসীর কাঞ্চন-রূপসী সড়কের সিটি মিলস ও আফতাব ফিড মিলের মাঝামাঝি স্থানে গ্যাস লাইন লিকেজের খবর আসে। সেখানে শিল্প এলাকার বেশ কয়েকটি হাই প্রেশারের গ্যাস লাইন ও একটি আবাসিক সংযোগের মূল লাইন আছে। খবর পাওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ করে লিকেজ মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। তবে ঠিক কত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া বলেন, সাধারণত লাইনে যেমন লিকেজ থাকে, তেমন লিকেজ সেখানে পাওয়া গেছে। তিতাসের টিম কাজ করছে। লিকেজের কারণে কয়েকটি ইন্ডাস্ট্রির সংযোগ বন্ধ রাখতে হয়েছে। আশা করছি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

ওএফএ/এসকেডি

Link copied