চট্টগ্রামে বসতবাড়িতে আগুন

প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজার এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বার কোয়ার্টার প্রিমিয়ার ব্যাংকের শাখার বিপরীতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক ঢাকা পোস্টকে বলেন, বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতে আগুন একটু বেশি ছিল। তবে ফায়ার কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমআর/এসকেডি