চট্টগ্রামে বসতবাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের রাজাখালী তুলাতলী এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম।
তিনি বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতিও তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমআর/ওএফ