পরীক্ষার হল থেকে বেরিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০২ মে ২০২৩, ০৭:১৪ পিএম


পরীক্ষার হল থেকে বেরিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে হীরা মনি (১৯) নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

অচেতন হীরা মনির মা শাহিদা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে এবছর তুলনাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ পরীক্ষা দিয়ে বাসায় অটোরিকশায় চড়ে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। এসময় তার গলায় একটি চেন ও দুটি কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে সে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানার কুনিপাড়া এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

এসএএ/কেএ

Link copied