বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ সেকশন) কার্যক্রম পরিদর্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার (২ মে) ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত স্কুলের ক্যাম্পাস ও ক্লাসরুম ঘুরে দেখেন।
এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।
এনআই/এনএফ