টিউবওয়েলের টাকা আত্মসাৎ, অভিযুক্তদের শাস্তির সুপারিশ 

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মে ২০২৩, ০৬:১২ পিএম


টিউবওয়েলের টাকা আত্মসাৎ, অভিযুক্তদের শাস্তির সুপারিশ 

টিউবওয়েলের টাকা আত্মসাতে অভিযুক্তদের শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

বুধবার (৩ মে) জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক এ সুপারিশ করা হয়। সভায় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করেন।  

কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন। সভার শুরুতে ১৫তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। 

বৈঠকে টাঙ্গাইল সমবায় সমিতিতে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সরকারবাদী মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শার্শা উপজেলায় টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। 

বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, বিল-২০২৩ ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বিল-২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়। এছাড়াও মিল্কভিটার সার্বিক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়। 

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এসআর/এসকেডি

Link copied