অন্যের হয়ে চাকরির পরীক্ষা দিয়ে বরখাস্ত হলেন সরকারি কর্মচারী

অন্যের হয়ে পরিবেশ অধিদপ্তরের ৩য় শ্রেণির হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মশিউর রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মশিউর রহমান গত ৩১ মার্চ ঢাকা কমার্স কলেজে ভবন-২ এর ৭০২ নং কক্ষে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের ৩য় শ্রেণির হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অন্যের পরিবর্তে অংশগ্রহণ করেন। এ কক্ষের দায়িত্বরত পর্যবেক্ষক তাকে এ কর্মে নিয়োজিত অবস্থায় হাতেনাতে আটক করেন এবং তার মোবাইল ফোন জব্দ করেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, মো. মনির হোসেন নামের একজন পরীক্ষার্থীর পরিবর্তে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মর্মে লিখিত জবানবন্দি দেন মোহাম্মদ মশিউর রহমান। মো. মনির হোসেনের রোল নম্বর ১১০০৪১২০৷
একজন সরকারি কর্মচারী হিসেবে তার এ কার্যকলাপ শৃঙ্খলার মারাত্মক পরিপন্থি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা যায়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় মোহাম্মদ মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এসএইচআর/এসকেডি