শাহজাহানপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও পানির পাম্পের একটি বাসা থেকে লুবনা আক্তার তামান্না (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে অজ্ঞান অবস্থায় ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, স্বামী রবিনের সঙ্গে তার দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে এ ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এসএএ/এসকেডি