বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

ঢাকা সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাদুঘর ঘুরে দেখেন বিদ্যা দেবী ভান্ডারি। এরপর সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সোমবার (২২ মার্চ) সকালে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। এটি ছিল নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর। সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
সোমবার বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেপালের রাষ্ট্রপতি। এরপর বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যা দেবী ভান্ডারির সাক্ষাৎ হয়। সেখানে শেখ হাসিনার প্রশংসা করে বিদ্যা দেবী ভান্ডারি তাকে বর্ণনা করেছেন অনুপ্রেরণাদায়ী একজন নেতা হিসেবে, অন্যদিকে শেখ হাসিনা তার অনুরাগী বলে নেপালের রাষ্ট্রপতিকে জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিদ্যা দেবী ভান্ডারি প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের বক্তব্যে তিনি জানান, রাষ্ট্রপতি হিসেবে ঢাকায় সফরের আগে ব্যক্তিগত সফরে কয়েক বছর আগে বাংলাদেশে এসে যে চিত্র দেখতে পান তার তুলনা করে বর্তমান বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে বিদ্যা দেবী ভান্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন ক্যারিশমেটিক নেতা হিসেবে অ্যাখ্যা দেন।
এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদ্যা দেবী ভান্ডারি। দুই রাষ্ট্রপতির উপস্থিতিতে ঢাকা-কাঠমান্ডুর মধ্যে পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেল ট্রানজিট বিষয়ে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের নৈশভোজে অংশ নেন।
আজ বিকেলে নেপালের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এনআই/এসএম