আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৫ মে ২০২৩, ০৭:১৪ পিএম


আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৩।

শুক্রবার (৫ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালক মাকসুরা নূর এনডিসির নেতৃত্বে র‍্যালিটি ঢাকা নার্সিং কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ইউএনএফপিএর চিফ অব হেলথ ডা. রঘুবংশী রঘুস্বামী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক নাসির উদ্দীন, রশিদুল মান্নাফ কবীর, ডা. স্বপন কুমার মন্ডল, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার রাশিদা আক্তার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তার প্রমুখ। এছাড়া র‍্যালিতে সরকারি ও বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক মিডওয়াইফারি শিক্ষার্থী ও মিডওয়াইফরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও দিবসের প্রতিপাদ্য ক্ষুদেবার্তার মাধ্যমে সারা দেশের জনগণের মোবাইল ফোনে পাঠানো হয়।

এফকে

Link copied