ইআইবি-ইইএএসের প্রধানদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ মে ২০২৩, ০১:১২ পিএম


ইআইবি-ইইএএসের প্রধানদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট ক্রিস পিটার্স এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) সেক্রেটারি জেনারেল স্টেফানো স্যানিনোর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত দুটি পৃথক বৈঠকের কথা শনিবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইআইবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে তারা অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-বান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের জন্য ইআইবিকে দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। তারা ইউরোপিয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগকে কাজে লাগানোর সুযোগ নিয়েও আলোচনা করেন।

একই দিন শাহরিয়ার আলম ও ইইএএস-এর সেক্রেটারি জেনারেলের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারি সহযোগিতা চুক্তির প্রাথমিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সেক্রেটারি জেনারেল স্টেফানো বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক কৌশল প্রণয়ন করার বিষয়টিকে স্বাগত জানান। এছাড়া জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, ইউরোপে চাকরির বাজারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাসেলসে ইউরোপিয়ান পলিসি সেন্টারে 'ইপিসি টকস জিওপলিটিক্স' শিরোনামে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক ভূমিকা, ইইউ-বাংলাদেশ সম্পর্ক, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রভাব, বৈশ্বিক শান্তি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন।

উভয় বৈঠকে সংসদ সদস‌্য নাহিম রাজ্জাক ও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপ‌স্থিত ছি‌লেন।

এনআই/এমজে

Link copied