কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০৭ মে ২০২৩, ০৪:৩৪ পিএম


কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

কুমিল্লা জেলার হোমনা থানার কাঠেরপুল এলাকায় একতা বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. গোলাম মাওলা (৩২) নামে এক প্রাইমারি স্কুলের শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (৭ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম মাওলার বড় ভাই দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই সিএনজিতে করে বাড়ি ফিরতেছিল। আমরা খবর পেলাম বাস ও অটোরিকশার সংঘর্ষে আমার ভাই গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, আমার ভাই হোমনা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার ধনিয়াচর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমএ

Link copied