সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার এই কারিগর সোমবার (৮ মে) মারা গেছেন।
সমরেশ মজুমদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার কলকাতার বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
এমএসআই/জেডএস