সচিব হলেন ড. মোহাম্মদ ওমর ফারুক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৩, ০৭:১৭ পিএম


সচিব হলেন ড. মোহাম্মদ ওমর ফারুক

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ ওমর ফারুককে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, পদোন্নতির পর ড. মোহাম্মদ ওমর ফারুককে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির বর্তমান রেক্টর (সচিব) মমিনুর রশিদ আমিনকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

এসএইচআর/এমজে

Link copied