ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২৩, ১১:১৭ এএম


ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্প‌তিবার (১১ মে) সকা‌লে তি‌নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌লে তা‌কে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

এনআই/এমএ

Link copied