রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন দিদারুল আলম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. দিদারুল আলম।
বৃহস্পতিবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. দিদারুল আলমকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
‘রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’
এসএইচআর/এমএ