মোহাম্মদপুরে খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শাহজাহান (৫৭) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে চালক শাহজাহানের চালানো অবস্থায় প্রাইভেটকারটি তাজমহল রোডের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অচেতন অবস্থায় শাহজাহানকে ফায়ার সার্ভিসের সাহায্যে গাড়ির গ্লাস ভেঙে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, শাহজাহান এবি ব্যাংকের গাড়িচালক। তিনি ব্যাংকের কর্মকর্তাদের আনা-নেওয়া করতেন এই গাড়ি দিয়ে। আজ সকালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িটি চালু অবস্থায় ছিল।
এমএসি/জেডএস