ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১২ মে ২০২৩, ০৪:৪৩ পিএম


ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রত্যেকেই ঢাকার। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭ জন ও অন্যান্য বিভাগে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫১৩ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮৭ জন। এর মধ্যে ঢাকায় ৫৯৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কেএ

Link copied