তিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি

তিনজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বদলি করে অন্য অঞ্চলের দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বদলি করার পাশাপাশি এসব কর্মকর্তাদের নিজ অঞ্চলের দায়িত্বসহ অন্য অঞ্চলেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিকে বদলি করে অঞ্চল-৬ এর দায়িত্ব দেওয়া হয়েছে। নিজ দায়িত্বের পাশাপাশি অঞ্চল-৬ এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন তিনি।
অন্যদিকে অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনকে বদলি করে অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। নিজ দায়িত্বের পাশাপাশি তাকে অঞ্চল-৭ এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নকে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি নিজ দায়িত্বসহ অঞ্চল-৭ এ অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রশাসনিক কাজের স্বার্থে এসব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের বদলি করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা আগামী ১৫ মে থেকে আগের দায়িত্ব থেকে অবমুক্ত হবেন।
এএসএস/এফকে