ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে এসি মেকানিক নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৪ মে ২০২৩, ১২:২৭ এএম


ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে এসি মেকানিক নিহত

রাজধানীর ধানমন্ডিতে এসির কাজ করার সময় ছয়তলা থেকে নিচে পড়ে সুজন কুমার দাস (২৯) নামে এক এসি মেকানিক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, সুজন কুমার এসির মেকানিক ছিলেন। আজ দুপুরের দিকে ধানমন্ডি ৮/এ রোডের ষষ্ঠ তলার বাইরের অংশে এসির কাজ করছিলেন। এমন সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে সুজনের মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সুজন মিরপুরে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত হারাধন চন্দ্র দাসের ছেলে। 

এসএএ/কেএ

Link copied