পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষতি বেশি!

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তৃতীয় শ্রেণির বাংলায় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের ঘাটতি আরও বেড়েছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
ক্ষতি বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের
করোনাকালে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনক্ষতি নিয়ে সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে থেকে শেখার ক্ষেত্রে ঘাটতি ছিল। করোনা মহামারিতে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সেই ঘাটতি আরও বেড়েছে।
আরও পড়ুন >>> নতুন শিক্ষাক্রমের সমস্যা কোথায়?
সংসদে প্রতিনিধিত্বকারী দলের সংসদ-সদস্যরা (এমপি) চাইলে তাদের নির্বাচনকালীন সরকারে নিতে কোনো আপত্তি নেই-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুগান্তর
এমপিরা আসতে পারেন
প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সফর ছাড়াও দেশের সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, বিরোধী দলের আন্দোলনসহ নানা ইস্যুতে সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের স্বভাবসুলভ হাসিমুখে সবগুলোর উত্তর দেন।
বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো মোকাবিলায় নতুন মিত্রের সন্ধানে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ক্ষেত্রে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একাংশ, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বাধীন ইসলামিক ফ্রন্ট, আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বাধীন খেলাফত আন্দোলনসহ ইসলামি এবং ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলকে কাছে টানার উদ্যোগ নিয়েছে তারা।
যুগান্তর
মিত্র বাড়ানোর উদ্যোগ আওয়ামী লীগের
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ইতোমধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদেরও নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তারাও যে যার মতো করে ভোটের প্রস্তুতি নিচ্ছে।
দেশের প্রচলিত ব্যাগেজ রুলসে সংশোধনী আনা হচ্ছে। নতুন আইনের আওতায় বিদেশ ফেরত যাত্রীরা একটির বেশি সোনার বার (১৫০ গ্রাম) দেশে আনতে পারবেন না। আনলে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
কালের কণ্ঠ
একাধিক সোনার বার আনতে পারবেন না প্রবাসীরা
মূলত বৈধভাবে সোনা আমদানি উৎসাহিত করতে এবং রেমিট্যান্সপ্রবাহ স্বাভাবিক রাখতে আগামী বাজেটে ব্যাগেজ রুলসে এই সংশোধন আনা হচ্ছে। এ ছাড়া আয়কর ফাঁকি বন্ধে কোম্পানির মতো ফার্মের রিটার্ন জমা দেওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে।
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় জেলা কক্সবাজারের কৃষি। জেলার টেকনাফ উপজেলা ও সেন্টমার্টিন দ্বীপের বাড়িঘর উড়ে গেছে, ভেঙে গেছে গাছপালা। জেলায় কৃষিতে আর্থিক ক্ষতির পরিমাণ ১ হাজার ১৪৪ কোটি টাকা।
প্রতিদিনের বাংলাদেশ
বেশি ক্ষতি কক্সবাজারের কৃষিতে, ভেঙেছে ঘরবাড়ি ও গাছপালা
সেন্টমার্টিনের ৭৫ শতাংশ গাছপালা ভেঙে গেছে। মাঠে কাজ করার সময় কয়েকজন মারা গেছেন। রোহিঙ্গা ক্যাম্পের ২ হাজার ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য কমেছে বাংলাদেশের। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ ভারতীয় অর্থবছরে (এপ্রিল ২০২২-মার্চ ২০২৩) দুই দেশের বাণিজ্যের আকার হ্রাস পেয়েছে আগের অর্থবছরের তুলনায় ৩১ শতাংশ।
বণিক বার্তা
বাংলাদেশ-ভারত বাণিজ্য কমেছে ৩১%
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ডলার সংকটের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন দ্বিপক্ষীয় বাণিজ্য সংশ্লিষ্টরা।
আরও পড়ুন : এই মৃত্যু উপত্যকাই আমার দেশ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। নির্মাণের মাত্র এক বছরের মধ্যে ভঙ্গুর হয়ে যায় অর্থনীতির লাইফলাইনখ্যাত মহাসড়কটি।
কালবেলা
সড়ক গবেষণাগার ভূতের আখড়া!
জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কটি চার লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে প্রায় ২১ কোটি টাকা। একই সমস্যা দেখা দেয় এ সড়কেও। অথচ দুই মহাসড়কই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানিয়েছিল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এত অল্প সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এমন অবস্থা দেখে খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বহুবার ক্ষোভ প্রকাশ করেন। ভর্ৎসনা করেন সড়ক নির্মাণে নিয়োজিত প্রকৌশলীদের।
এছাড়া দেশে দামি গাড়ি আরও দামি হবে; আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত; সেন্ট মার্টিন যেন এক বিধ্বস্ত জনপদ; উত্তাপ বাড়ছে বরিশালে; জ্বালানি সংকটে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র; দাম বাড়ানোর আবদার তিতাসের সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
