ওড়াকান্দিতে হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটি ঘোষণা

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৬ মে ২০২৩, ১০:০৮ পিএম


ওড়াকান্দিতে হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটি ঘোষণা

রাজধানী শাহবাগের রমনা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের নব নির্বাচিত কমিটির সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কালীপদ মৃধা ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ হীরা গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে শ্রদ্ধা নিবেদনসহ ঠাকুর পরিবারের সদস্যদের আশীর্বাদ গ্রহণ করেন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি মহা মতুয়াচার্য্য শ্রী হিমাংশুপতি ঠাকুর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহা সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী, মতুয়াচার্য্য শ্রী অমিতাভ ঠাকুর এবং শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাদের আশীর্বাদ দেন।

এসময় উপস্থিত ছিলেন রমনার হরিচাঁদ মন্দির কমিটির নব নির্বাচিত কার্যকরী সভাপতি সুমন মন্ডলসহ রমনা হরি মন্দিরের শতাধিক ভক্ত।

এফকে

Link copied